• চা বাগান থেকে উদ্ধার চিতাবাঘের মৃতদেহ
    আজকাল | ০৭ ফেব্রুয়ারি ২০২৪
  • অতীশ সেন, ডুয়ার্স: বানারহাটের ডায়না বস্তির চা বাগান থেকে একটি পূর্ণবয়স্ক চিতাবাঘের মৃতদেহ উদ্ধার হল। মঙ্গলবার স্থানীয় বাসিন্দারা চা বাগানের নিকাশি নালার ভেতর চিতাবাঘটিকে পড়ে থাকতে দেখে বনদপ্তরে খবর দেন। বনদপ্তরের বানারহাট রেঞ্জ, ডায়না বিট ও বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়ার্ডের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে। চা বাগানে ব্যবহৃত কীটনাশক মিশে যাওয়া জল পানের ফলেই চিতাবাঘটির মৃত্যু হতে পারে বলে বনকর্মীরা প্রাথমিক ভাবে মনে করছেন। শীতের মরসুমে চা বাগান গুলিতে "স্প্রিঙ্কলার" এর মাধ্যমে জলসেচ করা হল। চা গাছে ছেটানো কীটনাশক এই জলে ধুয়ে বাগানের নিচু জায়গায় জমা হয়ে থাকে। বিভিন্ন বন্য জন্তুর এই বিষাক্ত জল পানের ফলে অসুস্থ হয়ে পড়া কিম্বা মৃত্যুর ঘটনা ঘটতে পারে। এই চিতাবাঘটিও এমনই জমে থাকা বিষাক্ত জল পানের ফলে মারা যেতে পারে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। বনদপ্তরের সূত্রে জানা গিয়েছে মৃতদেহটি অন্তত একদিন আগের। মৃত্যুর সঠিক কারণ জানতে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
  • Link to this news (আজকাল)