• তীব্র বিতর্ক উত্তরাখণ্ডে, বাংলাতেও আসছে UCC? যা জানালেন সাংসদ সৌগত
    আজ তক | ০৭ ফেব্রুয়ারি ২০২৪
  • UCC বিল অর্থাৎ অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে মঙ্গলবার দিনভর তোলপাড় হয় উত্তরাখণ্ড বিধানসভা। দেশের প্রথম রাজ্য যেখানে এই বিধি পেশ হয়। এই বিধি অনুযায়ী দেশের সমস্ত ধর্মের মানুষকে একই পারিবারিক, বিবাহ, বিচ্ছেদ, উত্তরাধিকার আইন মানতে হবে। এই বিধিতে আছে একত্র থাকারও একগুচ্ছ শর্ত। আর তাতেই তৈরি হয়েছে বিতর্ক। এই বিধি অনুযায়ী, লিভ-ইন সম্পর্কে থাকলেও সেটা জানাতে হবে সরকারকে। তবে, এ ধরনের কোনও বিধি লাগু হবে না পশ্চিমবঙ্গে। তৃণমূল সাংসদ সৌগত রায় একথা জানিয়ে দেন।

    অভিন্ন দেওয়ানি বিধি লাগু করার প্রসঙ্গে সৌগত রায় বলেন, "আমরা UCC বাস্তবায়নের পক্ষে নই.. তারা বিজেপি শাসিত রাজ্যে এটি বাস্তবায়ন করতে পারে, আমরা পশ্চিমবঙ্গে এটি বাস্তবায়ন করব না।" বিশেষজ্ঞ মহলের দাবি অনুযায়ী, এই বিধি আইনে রূপায়িত হলে মুসলিম ল' বোর্ডের অস্তিত্ব হারাবে। 

    কী কী আছে UCC বিলে?

    মঙ্গলবার ইউনিফর্ম সিভিল কোড নিয়ে উত্তরাখণ্ড বিধানসভায় একটি বিল পেশ করেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। এই বিলের খসড়ায় বিবাহের বাধ্যতামূলক রেজিস্ট্রেশন, বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে বিবাহ বিচ্ছেদসহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।
  • Link to this news (আজ তক)