CBI or state police in investigation of Sandeshkhali incident:
রেশন দুর্নীতিকাণ্ডে গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে শেখ শাহজাহানের গ্রামে তল্লাশিতে গিয়েছিল ইডির গোয়েন্দা দল। যা জানতে পেরেই কেন্দ্রীয় গোয়েন্দাদের উপর হামলা চালায় শাহজাহান অনুগামী স্থানীয় বাসিন্দারা। তৈরি হয় ধুন্ধুমার পরিস্থিতি। ওই হামলার ঘটনার কারা তদন্ত করবে, সিবিআই নাকি রাজ্য পুলিশ, তা নিয়ে বুধবার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টর প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ।