প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এবার কলকাতা পুরসভার কাউন্সিলর বাপ্পাদিত্য দাসগুপ্তকে তলব করল ইডি। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে তাঁকে। বাপ্পাদিত্য নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত। প্রায়ই প্রাক্তন শিক্ষামন্ত্রীর বাড়িতেও তাঁর যাতায়াত ছিল।