Sayantika Banerjee: কারওর প্রেম সহ্য হচ্ছে না? জুতো হাতে তৈরি সায়ন্তিকা বন্দোপাধ্যায়!
ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৭ ফেব্রুয়ারি ২০২৪
Sayantika Banerjee Valentine’s Day: প্রেমের দিন আসছে। আর তাঁর সঙ্গে মন খারাপের মুহূর্ত আসছে সিঙ্গেলদের। তারা যে কী করতে চলেছেন আগামী দিনে তাঁরাই জানেন। তবে, সায়ন্তিকা বন্দোপাধ্যায় ভালবাসার দিন যে কী করতে চলেছেন, সেটা সাফ জানিয়ে দিয়েছেন।