• PM Modi Speech: সাতদশক ধরে অনগ্রসর শ্রেণির অধিকার কেড়েছে কংগ্রেস, সংসদে সংরক্ষণ ইস্যুতে সুর চড়ালেন মোদী
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৭ ফেব্রুয়ারি ২০২৪
  • “দলিত সীতারাম কেশরীকে ছুড়ে ফেলে দিয়েছিল কংগ্রেস” রাজ্যসভায় দাঁড়িয়ে মোদীর নিশানায় দেশের গ্রাণ্ড ওল্ড পার্টি।

    ‘দেশ জানে যে দলিত সীতারাম কেশরীকে কংগ্রেস সভাপতি হিসেবে তাঁর পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে দেওয়া হয়নি। তাঁকে ফুটপাথে ছুড়ে ফেলে দেওয়া হয়েছিল সোনিয়া গান্ধীকে নতুন পার্টি সভাপতি করার জন্য।’’ আজ রাজ্যসভায় দাঁড়িয়ে এভাবেই চাঁচাছোলা ভাষায় কংগ্রেসকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী মোদী।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)