‘দেশ জানে যে দলিত সীতারাম কেশরীকে কংগ্রেস সভাপতি হিসেবে তাঁর পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে দেওয়া হয়নি। তাঁকে ফুটপাথে ছুড়ে ফেলে দেওয়া হয়েছিল সোনিয়া গান্ধীকে নতুন পার্টি সভাপতি করার জন্য।’’ আজ রাজ্যসভায় দাঁড়িয়ে এভাবেই চাঁচাছোলা ভাষায় কংগ্রেসকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী মোদী।