• Israel-Hamas War: যুদ্ধবিরতির প্রস্তাব হামাসের, ভেবে দেখছে ইজরায়েল
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৭ ফেব্রুয়ারি ২০২৪
  • গত বছরের অক্টোবর থেকে ইজরায়েল ও হামাসের মধ্যে চলছে ভয়ঙ্কর যুদ্ধ। দুই দেশের মধ্যে চলমান এই যুদ্ধে এ পর্যন্ত হাজার হাজার মানুষ নিহত হয়েছে। অবশেষে এখন হামাস ইজরায়েলের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব সামনে এনেছে। ইজরায়েলি বাহিনীর বিরুদ্ধে ক্রমাগত লড়াই চালিয়েছে হামাস। এখন তারাই যুদ্ধবিরতির পরিকল্পনার প্রস্তাব দিয়েছে ইজরায়েলকে। গত সপ্তাহে কাতার ও মিশর থেকে মধ্যস্থতাকারীদের পাঠানো একটি প্রস্তাবের প্রতিক্রিয়ায় এমনটাই জানিয়েছে হামাস। কাতার এর আগেও দাবি করেছিল যে হামাস যুদ্ধবিরতির প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)