নানা ফল দিয়ে দুধ দিয়ে ওটস খাওয়ার চলই বেশি। অনেকে আবারৃদই দিয়েও ওটস খেয়ে থাকেন। সহজে বানানো যায়, পুষ্টিগুণও ভরপুর, পেটও ভর্তি থাকে বেশকিছুক্ষণ। তাই ওটসের কদর বেশ বেশি। কিন্তু এক পদ প্রতিনিয়ত খেলে অরুচি স্বাভাবিক। তাই স্বদ বদলে এবার বাড়িতেই সহজে বানিয়ে ফেলতে পারেন ওটসের ইডলি।