লোকসভার পরে রাজ্যসভা। ফের সংসদে দাঁড়িয়ে বিরোধীদের চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী এদিন রাজ্যসভায় বলেন, ‘পুরোনো সংসদ ভবনে দেশের প্রধানমন্ত্রীর কণ্ঠ রোধ করার চেষ্টা করা হয়েছে। কিন্তু সেই বিরোধীরা আমার এই কণ্ঠকে দমিয়ে রাখতে পারবে না। দেশের মানুষ এই কণ্ঠে শক্তি দিয়েছে। এবার পুরোপুরি প্রস্তুতি নিয়ে এসেছি’। মমতার সুরেই এদিন কংগ্রেসকে নিশানা করেন মোদী। তিনি বলেন, “বাংলা থেকে কংগ্রেসকে চ্যালেঞ্জ করা হয়েছে আপনারা ৪০টি আসনও পাবেন না। আমি প্রার্থনা করছি আপনারা যাতে ৪০টি আসন ধরে রাখতে পারেন”।