• নতুন যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস
    আজকাল | ০৭ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তির কাঠামোর বিষয়ে ইতিবাচকভাবে সাড়া দিয়েছে হামাস। কাতারের প্রধানমন্ত্রী শেখ মহম্মদ বিন আব্দুর রহমান আল-থানি হামাসের সাড়াকে ‘ইতিবাচক’ বলে জানিয়েছেন।এর আগে যুদ্ধবিরতির প্রস্তাব পাওয়ার পর হামাস জানিয়েছিল, প্রস্তাবটিকে গভীরভাবে বিবেচনা করে তারপর প্রতিক্রিয়া জানাবে। অন্যদিকে এই যুদ্ধবিরতির প্রস্তাবে আগেই রাজি হয়েছিল ইসরায়েল। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর, এবারের যুদ্ধবিরতি চুক্তিটি প্রাথমিকভাবে ৪০ দিনের হতে পারে। এই সময়ের মধ্যে হামাসের হাতে থাকা সাধারণ ইজরায়েলি বন্দিদের মুক্তি দেবে তারা। এরপর ধাপে ধাপে যুদ্ধবিরতির সময় বাড়ানো হবে এবং বাকি বন্দিদের মুক্তির বিনিময়ে ইজরায়েলের কারাগারে বন্দি প্যালেস্টাইনিদের মুক্তি দেওয়া হবে।হামাসের অন্যতম শীর্ষ নেতা হাজি হামাদ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, যুদ্ধবিরতির শর্ত হিসেবে হামাস ইজরায়েলে বন্দি বিপুল সংখ্যক প্যালেস্টাইনির মুক্তি দাবি করেছে।এর আগে গত ২৫ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত ৭ দিনের যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল হামাস ও ইজরায়েলের মধ্যে। সেই বিরতিতে ১০৮ জন পণবন্দিকে মুক্তি দিয়েছিল হামাস। বিপরীতে ইজরায়েলের বিভিন্ন কারাগারে বন্দি প্যালেস্টাইনিদের মধ্যে দেড়শো’রও বেশি মানুষকে মুক্তি দিয়েছিল ইজরায়েল।
  • Link to this news (আজকাল)