• ‌গাজায় ৩২ ইজরায়েলি পণবন্দির মৃত্যু
    আজকাল | ০৭ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ প্যালেস্টাইনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের হাতে আটক ১৩৬ ইজরায়েলি পণবন্দির মধ্যে ৩২ জনের মৃত্যু হয়েছে। নিউইয়র্ক টাইমস এই তথ্য প্রকাশ করেছে। এর আগে ইজরায়েলি সেনাবাহিনী জানিয়েছিল, সাময়িক যুদ্ধবিরতির পর কয়েকজনকে মুক্তি দিলেও গাজায় তাদের ১৩২ জন পণবন্দি রয়েছে। তার মধ্যে ২৯ জনের মৃত্যু হয়েছিল আগেই।  এদিকে, ৭ অক্টোবরের আগে থেকেই হামাসের কাছে চার ইজরায়েলি পণবন্দি ছিল। যার মধ্যে ছিল ইজরায়েল সেনাবাহিনীর সদস্য ওরোন সাউল এবং হাদার গোল্ডিনের দেহ। ২০১৪ সালে তারা মারা যান। এরপর হামাস তাদের মরদেহ পণবন্দি করে। এছাড়া ২০১৪ ও ২০১৫ সালে স্বেচ্ছায় গাজায় যাওয়া আভেরা মেনগেসিটো এবং হিসাম আল–সায়েদকেও আটক করে হামাস। অনুমান, তারা এখনও বেঁচে আছেন। নিউইয়র্ক টাইমস আরও জানিয়েছে, গাজায় নাকি আরও ২০ জন ইজরায়েলি পণবন্দি মারা গেছেন। তবে ইজরায়েলি সেনাবাহিনীর সূত্রগুলো দাবি করেছে, যে ৩২ জনের মৃত্যুর কথা বলা হচ্ছে, তাদের বেশিরভাগই ৭ অক্টোবর মারা যান। 
  • Link to this news (আজকাল)