• জুলাইয়ে ডুরান্ড কাপ দিয়ে মরশুম শুরু, ফেডারেশনের ফুটবল ক্যালেন্ডার প্রকাশিত ...
    আজকাল | ০৭ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: গত বছরের মতো এবারও ডুরান্ড কাপ দিয়ে শুরু হবে নতুন ফুটবল মরশুম। ২৬ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত চলবে ঐতিহ্যশালী টুর্নামেন্ট। মঙ্গলবার নতুন বছরের ফুটবল ক্যালেন্ডার প্রকাশ করল এআইএফএফ। ইয়ুথ লিগের জন্য ন"মাসের একটি উইন্ডো রাখা হয়েছে। অনূর্ধ্ব-১৩, ১৫, ১৭ বিভাগের খেলাগুলো তখনই রাখা হবে। আইএসএল, আই লিগ এবং সুপার কাপ একই সময় আয়োজিত হবে। গুরুত্ব দেওয়া হচ্ছে মহিলাদের লিগকে। তার জন্য আলাদা ছ"মাসের উইন্ডো রাখা হচ্ছে। ডুরান্ড কাপের পরে ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে আইএসএল। ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। একই সঙ্গে চলবে আই লিগ এবং ইন্ডিয়ান উইমেন্স লিগ। ১৯ অক্টোবর শুরু হবে আই লিগ। শেষ ৩০ এপ্রিল। সুপার কাপ বা ফেডারেশন কাপ শুরু হবে ১ অক্টোবর। এটাই ভারতের প্রিমিয়ার কাপ প্রতিযোগিতা হবে। ছ"বছর পরে ফিরবে ফেডারেশন কাপ। অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত মেয়েদের লিগ চলবে। ৫ থেকে ১৫ নভেম্বর সন্তোষ ট্রফির গ্রুপ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। চূড়ান্ত পর্ব ১-১৫ ডিসেম্বর। 
  • Link to this news (আজকাল)