• রাষ্ট্রীয় লোক দলকে নিয়ে দড়ি টানাটানির খেলা
    আজকাল | ০৭ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: রাষ্ট্রীয় লোক দলকে নিয়ে জল্পনা চরমে। তাঁদের নেতা জয়ন্ত চৌধুরী নাকি বিজেপিতে যোগদান করবেন, এমনটাই খবর ইতিউতি ফিরছিল। তবে বর্ষীয়ান সমাজবাদী পার্টির প্রধান শিবপাল সিং যাদব স্পষ্ট জানিয়ে দিলেন, গেরুয়া বাহিনী বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে। জয়ন্ত ইন্ডিয়া ব্লকেই থাকবেন এবং বিজেপির বিরুদ্ধে লড়াই করবেন। শিবপাল যাদব বলেন, বিজেপির কাজই হল বিভ্রান্তি তৈরি করা। জয়ন্ত কোথাও যাচ্ছেন না। লোকসভা ভোটের আগে এই ধরণের খবর প্রচার করে বিজেপি নতুন খেলা খেলছে। তিনি আরও বলেন, জয়ন্ত অত্যন্ত বুঝদার মানুষ। শিক্ষিত বলে তিনি রাজনীতিটা বোঝেন। রাষ্ট্রীয় লোক দলের সঙ্গে সমাজবাদী পার্টির জোট আগেই হয়ে গিয়েছে জানুয়ারি মাসে। সাতটি আসন রাষ্ট্রীয় লোক দলকে দেওয়ার কথা জানিয়ে দিয়েছে সমাজবাদী পার্টি। ২০২২ সালে বিধানসভা নির্বাচনে ২২২ টি আসনের মধ্যে সমাজবাদী পার্টি ১১১ টি আসন এবং রাষ্ট্রীয় লোক দল ৮ টি আসনে জয়লাভ করেছিল। ২০১৯ সালের লোকসভা নির্বাচনেও রাষ্ট্রীয় লোক দল এসপি এবং বিএসপি-র সঙ্গে জোটে ছিল।  
  • Link to this news (আজকাল)