• আদালতে বেকায়দায় কেজরিওয়াল, ১৭ ফেব্রুয়ারি ইডির কাছে হাজিরা দিল্লির মুখ্যমন্ত্রীর...
    আজকাল | ০৭ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আদালতে ধাক্কা খেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ১৭ ফেব্রুয়ারি ইডির কাছে হাজিরা দিতে হবে কেজরিওয়ালকে। আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে দিতে হবে হাজিরা। এর আগে ৫ বার ইডির সমন এড়িয়ে গিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। তবে বুধবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত জানিয়ে দিল আর সমন এড়াতে পারবেন না কেজরিওয়াল। আপ সুপ্রিমোকে আগামী ১৭ ফেব্রুয়ারি ইডিতে হাজিরা দিতেই হবে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বিগত সপ্তাহেই কেজরিওয়ালের সমন এড়ানো নিয়ে আদালতের দ্বারস্থ হয়। ২ ফেব্রুয়ারি কেজরিওয়াল ইডির পঞ্চম সমনটি এড়িয়ে যান। প্রসঙ্গত, প্রতিটি সমনের ক্ষেত্রেই কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে সমন এড়িয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। এই মামলায় বিগত বছরের এপ্রিল মাসে কেজরিওয়ালকে ৯ ঘন্টা ঘরে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। সিবিআইয়ের করা ৫৬ টি প্রশ্নকে ভুয়ো বলে জানিয়েছিলেন কেজরিওয়াল। ইতিমধ্যেই কেন্দ্রীয় এজেন্সিকে কোণঠাসা করেছে আপ। দলের পক্ষ থেকে বলা হয়েছে কেজরিওয়ালকে শেষ করতেই বিজেপি এবং প্রধানমন্ত্রী কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করছে। তবে এবার আর সমন এড়াতে পারবেন না কেজরিওয়াল। ১৭ ফেব্রুয়ারি তাঁকে ইডির কাছে হাজিরা দিতেই হবে।
  • Link to this news (আজকাল)