• ভারত‌–বাংলাদেশ সীমান্তে ২৮টি সোনার বিস্কুট বাজেয়াপ্ত করল বিএসএফ, আটক দুই পাচারকারী...
    আজকাল | ০৭ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ সোনা পাচারের চেষ্টা ফের বানচাল করল বিএসএফ। ভারত–বাংলাদেশ সীমান্তের গাইঘাটার বিএসএফ সেনা চৌকি অ্যাংরেল এর ৫ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা মঙ্গলবার দুপুর একটা নাগাদ এক মহিলাকে সন্দেহজনক অবস্থায় ঘোরাঘুরি করতে দেখে আটকান। ওই মহিলা পালানোর চেষ্টা করলেও ধরা পড়ে যান। এরপর তল্লাশিতে তার ব্যাগ থেকে উদ্ধার হয় ১২টি সোনার বিস্কুট। জিজ্ঞাসাবাদে সে জানায় তার রান্নাঘরের বাগানে আরও ১০টি বিস্কুট লুকোনো রয়েছে। সেখানে তল্লাশি চালিয়ে বাকি বিস্কুট সহ ওই মহিলা পাচারকারীকে আটক করে বিএসএফ। পাচারকারীর নাম যশোদা শিকদার। বাজেয়াপ্ত হওয়া সোনার বিস্কুটের আনুমানিক বাজারদর দু’‌কোটি টাকারও বেশি বলে জানা গেছে। জানা গেছে বাংলাদেশ থেকে সোনা ভারতে পাচারের চেষ্টা হচ্ছিল। এদিকে, স্বরূপনগর থানার অন্তর্গত সীমান্ত চৌকি গোবর্ধা থেকে ৬টি সোনার বিস্কুট সহ এক পাচারকারীকে আটক করেছে বিএসএফ। তার নাম সুজিত রায়।  
  • Link to this news (আজকাল)