• ‌দক্ষিণবঙ্গে ফের তাপমাত্রা কমার ইঙ্গিত
    আজকাল | ০৭ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ ফের অনুভূত হচ্ছে শীতের আমেজ। আপাতত কয়েকদিন বজায় থাকবে শীতের আমেজ। রয়েছে ঘন কুয়াশাও। হাওয়া অফিস জানিয়েছে, আপাতত তিন দিন সামান্য করে কমবে তাপমাত্রা। শনিবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ১০ তারিখ থেকে ফের বাড়বে তাপমাত্রা। ধীরে ধীরে উধাও হবে শীত। এদিকে, উত্তরবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। তাই জলীয়বাষ্প বেশি বাতাসে। ফলে দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে আগামী ২৪ ঘণ্টায়। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে, উত্তর–পশ্চিম ও মধ্য ভারতের রাজ্যগুলিতে আগামী দু’‌দিন তাপমাত্রা কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তর–পশ্চিম ভারতের রাজ্যগুলোতে আগামী তিনদিন দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। পূর্ব ও মধ্য ভারতের রাজ্যগুলিতে আগামী পাঁচ দিনে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। বৃহস্পতি ও শুক্রবার ঘন কুয়াশার দাপট থাকবে অসম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরায়। 
  • Link to this news (আজকাল)