• গরিব শিশুদের শিক্ষা দিতে স্কুল, অনাথ আশ্রম তৈরি করলেন কলকাতার ট্যাক্সিচালক...
    আজকাল | ০৭ ফেব্রুয়ারি ২০২৪
  • তীর্থঙ্কর দাস: ৭৫ বছরের গাজি জালালউদ্দিন, পেশায় ট্যাক্সি চালক। বর্তমানে কলকাতার এন্টালিতে ট্যাক্সি চালান তিনি। সেই ট্যাক্সি চালিয়েই গরিব শিশুদের জন্য তৈরি করেছেন দুটি স্কুল এবং একটি অনাথ আশ্রম। ট্যাক্সি চালিয়ে যা আয় হয় সেই থেকেই স্কুল গড়েছেন তিনি। যাত্রীরা ট্যাক্সির ভাড়া দেওয়ার সময় মাঝে মাঝে বাড়তি কিছু পয়সা আব্দার করেন জালালউদ্দিন। ভালবেসে যাত্রীরা তাঁর আব্দারও মেটান। নিজের পুরো উপার্জনটাই তিনি খরচ করে ফেলেন স্কুল এবং অনাথ আশ্রমের পিছনেই। অর্থের অভাবে ছোটবেলায় পড়াশোনা করতে পারেননি জালালউদ্দিন। ১৯৮০ সালে তিনি প্রথম স্কুল খোলার কথা মাথায় এসেছিল তাঁর। নিজের বাড়িতেই ঘর বানিয়ে শুরু হয় শিক্ষাদান। ১৯৯৮ সালে রোটারিয়ান অজিত কুমার সাহার হাত ধরে উদ্বোধন হয় প্রথম স্কুলের। ২০-২৫ জন পড়ুয়া দিয়ে শুরু হয়ে স্কুলের যাত্রা। সাফল্যের মুখ দেখতে পেয়ে তাঁর মাথায় আসে দ্বিতীয় স্কুল খোলার কথাও। নিজের পৈতৃক বাড়ির কাছে জমি কিনে সেখানে গড়ে ওঠে জালালউদ্দিনের দ্বিতীয় স্কুল। সেই স্কুলের পাশেই গড়ে উঠছে অনাথ আশ্রম। দুটি স্কুলকেই উচ্চ প্রাথমিক করে তোলার লক্ষ্য রয়েছে গাজী জালালউদ্দিনের। এই বিষয়ে শিক্ষা দপ্তর এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে কথাও হয়েছে তাঁর। অনাথ আশ্রমের সামনে পাকা রাস্তা এবং পানীয় জলের ব্যবস্থা ইতিমধ্যেই করে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। অমিতাভ বচ্চন পরিচালিত একটি রিয়েলিটি শোতেও গিয়েছিলেন জালালউদ্দিন। তাঁর হয়ে খেলেছিলেন বলিউড অভিনেতা আমির খান। সেখান থেকে ২৫ লক্ষ টাকা জিতেছিলেন তিনি। সেই অর্থ দিয়ে ইতিমধ্যেই নরেন্দ্রপুরে তৃতীয় স্কুল বানানো শুরু করে দিয়েছেন ৭৫ বছর বয়সী ট্যাক্সিচালক। স্কুলের নাম রাখবেন অমিতাভ বচ্চন এবং আমির খানের নামে।
  • Link to this news (আজকাল)