• ‌ফের হাজিরা এড়ালেন শাহজাহান, এবার কী করবে ইডি'‌
    আজকাল | ০৭ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ ফের ইডির হাজিরা এড়ালেন সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহান। ৭ ফেব্রুয়ারি সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে তার হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু এদিনও তাঁর দেখা মিলল না।রেশন বন্টন দুর্নীতিতে সন্দেশখালিতে তৃণমূল নেতার বাড়িতে গত ৫ জানুয়ারি তল্লাশি অভিযানে গিয়েছিল ইডি। এই অভিযান নিয়ে একাধিক ঘটনা গিয়েছিল। সেদিন ইডি ঢুকতে পারেনি শাহজাহানের বাড়িতে। তাঁর খোঁজও মেলেনি। এরপর ২৪ জানুয়ারি সন্দেশখালির সরবেড়িয়ায় শাহজাহানের বাড়ির তালা ভেঙে ইডি তল্লাশি চালায়। সেদিনই বাড়ির দরজায় নোটিশ দিয়ে তাঁকে গত ২৯ জানুয়ারি সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তলব করা হয়। যদিও সেদিন তিনি যাননি। সম্প্রতি তাঁকে মেল পাঠায় ইডি। বুধবার তাঁকে হাজিরা দিতে বলা হয়। এদিনও হাজিরা দেননি বেপাত্তা নেতা। দ্বিতীয়বার হাজিরা এড়ানোর পর প্রশ্ন ইডির পরবর্তী পদক্ষেপ নিয়ে। ফের তাঁকে তলব করা হতে পারে। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি হয়েছে। ইডি সূত্রে খবর, শাহজাহান যদি একেবারেই তলবে সাড়া না দেন, তবে তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে। 
  • Link to this news (আজকাল)