• কয়েক ঘণ্টার মধ্যে মত বদল, তৃণমূলেই থাকছেন কামাল হোসেন
    আজকাল | ০৭ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: সাময়িক অভিমান থেকে বলেছিলেন। খাতায় কলমে এখনও তিনি দলের মুখপাত্র হয়ে আছেন। নিজের বক্তব্য থেকে ১৮০ ডিগ্রি ঘুরে একথা জানালেন কামাল হোসেন। তিনি তৃণমূল কংগ্রেসের একমাত্র সংখ্যালঘু মুখপাত্র। মঙ্গলবার সকালে তিনি সাংবাদিক বৈঠকে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে জানিয়েছিলেন, তিনি তাঁর পদ ছাড়ছেন। তাঁর অভিযোগ ছিল, সংখ্যালঘুরা হয়রানির শিকার। দলকে বলেও কোনও কাজ হচ্ছে না। তিনি বলেন, সমস্ত অন্যায় দেখে বিবেকের দংশন থেকে এবং সংখ্যালঘু মানুষের অনুরোধে তিনি সিদ্ধান্ত নিয়েছেন তাঁর পক্ষে আর তৃণমূল কংগ্রেস করা সম্ভব হচ্ছে না। প্রসঙ্গত, কামাল হোসেন নিজেও একজন শিক্ষক। কিন্তু এরপরেই তিনি তাঁর আগের বক্তব্য থেকে সরে আসেন এবং নতুন বক্তব্যের ভিডিও করে তা প্রকাশ করেন। নতুন এই ভিডিওতে তাঁকে বলতে শোনা গিয়েছে, সংবাদমাধ্যমে তিনি যে কথা বলেছেন তা সাময়িক অভিমান থেকে বলেছিলেন। মাদ্রাসা সার্ভিস কমিশন প্রসঙ্গে তাঁর যা বক্তব্য ছিল তা নিয়ে তাঁর দলের সঙ্গে কথা হয়েছে এবং দ্রুত তার সমাধান হবে। দলের উচ্চ নেতৃত্বের প্রতি তাঁর পূর্ণ আস্থা আছে এবং এখনও তিনি খাতায় কলমে দলের মুখপাত্র হিসেবে আছেন।
  • Link to this news (আজকাল)