• উত্তরাখণ্ড বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি
    আজকাল | ০৮ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ইউনিফর্ম সিভিল কোড অর্থাৎ অভিন্ন দেওয়ানি বিধি, গত কয়েকমাস ধরে এই বিল নিয়ে চর্চা দেশ জুড়ে। আর তার মাঝেই উত্তরাখণ্ড বিধানসভায় পাশ হয়ে গেল এই বিল। পুষ্কর সিং ধামির মন্ত্রিসভায় বিল পাশ হওয়ার পরেই মঙ্গলবার এই বিল পেশ হয় সে রাজ্যের বিধানসভায়। বিল পেশের দিন সমস্তরকম ঝামেলা এড়াতে বিধানসভা চত্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল। বুধবার এই বিল পাশ হয়ে গেল সে রাজ্যের বিধানসভায়। উত্তরাখণ্ড প্রথম রাজ্য, স্বাধীনতা পরবর্তী কালে যে রাজ্যে চালু হবে অভিন্ন দেওয়ানি বিধি। অর্থাৎ একাধিক বিষয়ে লিঙ্গ এবং জাতিভেদে সকলের জন্য চালু হবে একই নিয়ম।২০২২ সালের নির্বাচনী ইশতিহারে গেরুয়া শিবিরের প্রধান প্রতিশ্রুতি ছিল অভিন্ন দেওয়ানি বিধি। দীর্ঘ সমীক্ষার পর, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্যানেল শুক্রবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী কাছে চার খণ্ডে ৭৪০ পাতার ইউনিফর্ম সিভিল কোডের চূড়ান্ত খসড়া জমা দেন। বুধবার বিধানসভায় এই বিল পাশ হওয়ার পর মুখ্যমন্ত্রী ধামী বলেন, "খসড়া তৈরি হয়েছে সাংবিধানিক ব্যবস্থা অনুসারেই।" তিনি আরও বলেন, " এই আইন সমতা, অভিন্নতা এবং সমান অধিকারের। এই আইন নিয়ে সন্দেহ ছিল অনেক। তবে বিধানসভার দু" দিনের আলোচনায় তা দূর হয়েছে। এই আইন কারও বিরুদ্ধে নয়।" রাষ্ট্রপতি সাক্ষর করার পরেই সে রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি আইন হিসেবে কার্যকর হবে বলেও জানিয়েছেন তিনি।
  • Link to this news (আজকাল)