• সিদ্ধান্ত জানাল কমিশন, নতুন নাম পেল শরদ গোষ্ঠী
    আজকাল | ০৮ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আচমকা হাত ছেড়েছিলেন ভাইপো। এবার কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী সেই ভাইপোর শিবিরই তকমা পেল আসল এনসিপি হিসেবে। নতুন নাম পেল শরদ পাওয়ার গোষ্ঠী। এবার থেকে এনসিপি শরদ পাওয়ার গোষ্ঠীর নাম এনসিপি-শরদচন্দ্র পাওয়ার। অজিত পাওয়ার এনসিপি, মূলত শরদ পাওয়ারের হাত ছেড়ে গেরুয়া শিবিরের সমর্থনে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে বসেছেন। তাঁর পক্ষে ৪১ বিধায়ক দলের। অন্যদিকে দলের সুপ্রিমোর পক্ষে রয়েছেন ১২ বিধায়ক। ৬ মাসের শুনানির পর কমিশন জানিয়ে দিয়েছে আসল এনসিপি অজিত গোষ্ঠী। এই পরিস্থিতিতে শরদ পাওয়ারের গোষ্ঠীকে নতুন নাম চূড়ান্ত করতে বলে নির্বাচন কমিশন। সূত্রের খবর, তিনটি নাম জমা দিয়েছিল শরদ গোষ্ঠী। এনসিপি- শরদচন্দ্র পাওয়ার, এনসিপি-শরদ পাওয়ার এবং এনসিপি-শরদরাও পাওয়ার। তার মধ্যে থেকে প্রথম নামের পাশেই সিলমোহর দিয়েছে কমিশন। জানা গিয়েছে, কমিশনের সিদ্ধান্তে ক্ষুব্ধ শরদ গোষ্ঠী দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হওয়ার পরিকল্পনা করছে। উল্লেখ্য, ১৯৯৯ সালে দল প্রতিষ্ঠা হওয়ার পর থেকে নেতৃত্ব দিয়ে আসছেন খোদ শরদ পাওয়ার। কিন্তু এখন আসল এনসিপি  অজিত পাওয়ার গোষ্ঠী, এনসিপির প্রতীক ঘড়িও এখন থেকে ব্যবহার করবে অজিত গোষ্ঠী।
  • Link to this news (আজকাল)