• ২২ বছর আগে নিখোঁজ, সন্ন্যাসীর বেশে মায়ের কাছে ছেলে
    আজকাল | ০৮ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: পরনে সন্ন্যাসীর পোশাক, সারেঙ্গী বাজাচ্ছেন, ছড়িয়ে পড়ছে বিষন্নতার সুর। ২২ বছর আগেই তাঁর বয়স ছিল ১১। আচমকা নিখোঁজ হয়ে গিয়েছিলেন। দু" দশক কাটিয়ে সন্ন্যাসীর বেশে মায়ের কাছে ফিরে ভিক্ষে চাইলেন ছেলে। ঘটনাটি ঘটেছে দিল্লিতে। সমাজ মাধ্যমে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। যাতে দেখা গিয়েছে, প্রায় ২০ বছর পর দেখা হওয়ায়, কান্নায় ভেঙে পড়েছেন মা। রতিপাল সিং এর ছেলে পিংকু, ২০০২ সালে ১১ বছর বয়সে সে নিখোঁজ হয়। কারণ? জানা যায়, মার্বেল খেলা নিয়ে তার বাবার সঙ্গে মতবিরোধ ঘটেছিল, বকাঝকা করেছিলেন তার মাও। তারপরেই বাড়ি ছাড়ে সে। গত সপ্তাহে আচমকা আমেঠির গ্রামে, নিজের বাড়িতে ফিরে আসেন তিনি। খারাউলি গ্রামে পিংকু ফিরলেও তার বাবা মা তখন ছিলেন দিল্লিতে। গ্রামবাসীরা তড়িঘড়ি করে তাঁদের খবর দেয়। বাবা মা ফিরে আসেন, ছেলের শরীরের দাগ দেখে নিশ্চিত হন, তিনিই তাঁদের হারিয়ে যাওয়া পুত্র। যদিও এই পুনর্মিলন দীর্ঘস্থায়ী হয়নি। পিংকু তাঁর মায়ের কাছে ভিক্ষা নিয়ে পুনরায় গৃহত্যাগ করেন। পিংকুর বাবা আবার দাবি করেছেন, ছেলে যে ধর্মীয় সম্প্রদায়ের সঙ্গে যুক্ত, সেই সম্প্রদায় ছেলের মুক্তির বিনিময়ে ১১ লক্ষ টাকা দাবি করেছে। যদিও পিংকুও জানিয়েছেন, তিনি পরিবারের টানে ফিরে আসেননি, এসেছিলেন কারণ, এটি একটি নিয়ম। যে নিয়ম বলে, এক পর্যায়ে পর সন্ন্যাসীদের তাঁদের মায়ের কাছে ভিক্ষা গ্রহণ করে একটি অনুষ্ঠান বা পর্যায় সম্পন্ন করতে হয়। তিনি সেই কারণেই গ্রামে ফিরেছিলেন।
  • Link to this news (আজকাল)