• রাজ্যে 'যোগ্যশ্রী' প্রকল্পের আওতাভুক্ত হলেন সাধারণ ছাত্রছাত্রীরাও, ঘোষণা মমতার...
    আজকাল | ০৮ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: এবার থেকে "যোগ্যশ্রী" প্রকল্পের আওতাভুক্ত হলেন জেনারেল কাস্ট বা সাধারণ পড়ুয়া ও চাকরিপ্রার্থীরাও। বুধবার হাওড়া থেকে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবিষয়ে রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিকাকে ৫০টি যোগ্যশ্রী কেন্দ্র খোলার নির্দেশ দিয়েছেন তিনি। চলতি বছরেই চালু হওয়া এই প্রকল্পের মাধ্যমে এতদিন রাজ্যে তফসিলি জাতি, উপজাতি ঘরের চাকরিপ্রার্থী ও পড়ুয়াদের সরকারি চাকরির বিভিন্ন প্রবেশিকা পরীক্ষা-সহ জয়েন্ট-এর মতো পরীক্ষায় প্রস্তুতি নিতে প্রশিক্ষণ দেওয়া হতো। এদিন সাঁতরাগাছির প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর এবার এই সুবিধা পেতে চলেছেন জেনারেল কাস্ট বা সাধারণ ঘরের পড়ুয়া ও চাকরি প্রার্থীরাও। এদিন জেলার জন্য বিভিন্ন প্রকল্প ঘোষণার পাশাপাশি মুখ্যমন্ত্রী জানিয়েছেন দেড় লক্ষ মানুষকে পরিষেবা প্রদান করা হল।
  • Link to this news (আজকাল)