• নিজেকে পাহারাদার বললেন মমতা
    আজকাল | ০৮ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: "আমি আপনাদের পাহারাদার।" বুধবার হাওড়ায় একটি প্রশাসনিক সভা থেকে একথা বললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজ্য সরকারের প্রধান হয়েও তিনি যে সাধারণ মানুষের ঘরের লোক সেকথা বোঝাতেই তিনি একথা বলেছেন মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। ইতিমধ্যেই মমতা ঘোষণা করেছেন, রাজ্যে ২১ লক্ষ জবকার্ড হোল্ডার যারা ১০০ দিনের কাজ করেও মজুরি থেকে বঞ্চিত হয়ে আছেন তাঁদের টাকা আগামী ২১ ফেব্রুয়ারি রাজ্য সরকার তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে। এদিনের সভা থেকেও সেকথা আরও একবার জানিয়েছেন মমতা। এরপরেই নিজেকে পাহারাদার বলেন তিনি। একইসঙ্গে আবাস, সড়ক-সহ অন্যান্য ক্ষেত্রে কেন্দ্রীয় সহায়তা বন্ধ হয়ে গিয়েছে বলে এদিন কেন্দ্রের বিরুদ্ধে সরব হন মমতা। মমতার অভিযোগ, "১০০ দিনের কাজে এক নম্বর ছিলাম। কেন্দ্র টাকা বন্ধ করে দিয়েছে।"
  • Link to this news (আজকাল)