• কারিগরী দপ্তরের দুর্নীতির অভিযোগে ডেপুটেশন
    আজকাল | ০৮ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বুধবার সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে বেলা ২টায় নিউটাউন কারিগরী ভবনের সামনে বিক্ষোভ দেখানো হয়। রাজ্যের ৭০ জন শিক্ষক,শিক্ষিকা সহ সরকারী কর্মচারীরা উপস্থিত হয়েছিলেন। ভোকেশনালাইজেশন অফ স্কুল এডুকেশনের অধীনে ন্যাশনাল স্কিলস কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক প্রকল্পে ২০১৩ সাল থেকে রাজ্যের বিভিন্ন সরকারী বিদ্যালয়গুলিতে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ১৩ টি বৃত্তিমূলক বিষয়ের (যেমন: ইনফরমেশন টেকনোলজি, রিটেল, হেল্থ কেয়ার, অটোমোটিভ , হসপিটালিটি এণ্ড ট্যুরিজম, প্লাম্বিং, অ্যাপারেল ইত্যাদি) শিক্ষাদান চলছে কিন্তু এখানে বিপুল অঙ্কের দুর্নীতি হয়েছে বলে সংগ্রামী যৌথ মঞ্চ অভিযোগ করেছে। এদিন কারিগরী দপ্তরে সংগ্রামী যৌথ মঞ্চের ৩ সদস্যের প্রতিনিধি দল বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ অধিকারের অধিকর্তা ও বিশেষ সচিবের কাছে স্মারকলিপি দেন। শিক্ষকদের স্থায়ীকরণ এবং বেতন কাঠামোর ব্যাপারেও উদ্যোগ গ্রহণ করতে বলা হয়।
  • Link to this news (আজকাল)