• দুর্ঘটনাহীন কলকাতা মেট্রো
    আজকাল | ০৮ ফেব্রুয়ারি ২০২৪
  • বীরেন ভট্টাচার্য, নয়া দিল্লি: দুর্ঘটনাহীন কলকাতা মেট্রো। তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির লিখিত প্রশ্নের জবাবে জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ২০২৩ সালে ভারতীয় রেলের প্রতিটি জোনে দুর্ঘটনা সম্পর্কে জানতে চেয়েছিলেন অভিষেক। সেই প্রশ্নের জবাবে রেলমন্ত্রী যে পরিসংখ্যান দিয়েছেন, সেখানে ২০২২-২৩ সালে ভারতীয় রেলের সমস্ত জোন মিলিয়ে মোট দুর্ঘটনার সংখ্যা ৪৮টি।অশ্বিনী বৈষ্ণবের পরিসংখ্যান অনুযায়ী, সবচেয়ে বেশি রেল দুর্ঘটনা হয়েছে সেন্ট্রাল বা মধ্য রেলে। ২০২২-২৩ সালে মধ্য রেলে মোট দুর্ঘটনার সংখ্যা ৮টি। রেলের সমস্ত জোন মিলিয়ে মোট ৪৮টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৮ জন এবং আহতের সংখ্যা ৮১ জন। আহতদের মধ্যে শীর্ষে রয়েছে উত্তর পশ্চিম রেল। এই জোনে ২টি দুর্ঘটনায় আহতের সংখ্যা ৭০ জন। যদিও কোনও মৃত্যু হয়নি। এছাড়াও আরও জানা গিয়েছে, ইস্ট কোস্ট রেলে ৫টি দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে এবং আহতের সংখ্যা ৪ জন। উল্লেখিত সময়ে পূর্ব রেলে ২টি দুর্ঘটনা হলেও, কোনও হতাহতের খবর নেই। এই সময়ে কলকাতা মেট্রোয় কোনও দুর্ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন রেলমন্ত্রী।
  • Link to this news (আজকাল)