• বিশিষ্ট ছড়াকার ভবানীপ্রসাদ মজুমদার প্রয়াত
    আজকাল | ০৮ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: প্রয়াত বিশিষ্ট ছড়াকার ভবানীপ্রসাদ মজুমদার ।জন্ম-১৯৫৩, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭২। নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন তিনি। ভুগছিলেন স্মৃতিভ্রংশ সমস্যাতেও। হাওড়ার দাসনগরের বাড়িতে গতকাল রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। যে কোনও বিষয়ে তৎক্ষণাত ছড়া বানিয়ে ফেলতে জুড়ি ছিল না ভবানীপ্রসাদের। প্রথম বই "মজার ছড়া"। তারপর এক এক করে বেরোয় "ভূতের ছড়া", "খেলার ছড়া" ইত্যাদি। তাঁর সমস্ত ছড়া নিয়ে প্রকাশিত সংকলন "ছড়া সমগ্র"। এছাড়াও রয়েছে ‘রবীন্দ্রসঙ্গীত’, ‘পদ্মাবতী’, ‘মধুকর্ণিকা’, ‘জন্মভূমি’ ইত্যাদি। বাংলা একাডেমি অভিজ্ঞান পুরস্কার ছাড়াও, শিশু সাহিত্য পরিষদ ও পশ্চিমবঙ্গ শিশু কিশোর একাডেমির পুরস্কার, সুকুমার রায় পদক সহ বিভিন্ন সম্মানে ভূষিত হয়েছেন তিনি।
  • Link to this news (আজকাল)