• 'আর এদিক-ওদিক যাব না, এখানেই থাকব', মোদী-শাহর সঙ্গে সাক্ষাৎ শেষে নীতীশ
    আজ তক | ০৮ ফেব্রুয়ারি ২০২৪
  • বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সম্প্রতি JDU পুনরায় এনডিএ-তে যোগদান করেছে। বিজেপির সঙ্গে বিহারে সরকারও গড়েছে। তারপর এই প্রথম প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠক করলেন নীতীশ কুমার। 

    বুধবার নীতীশ কুমার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপি সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করেন। নাড্ডার সঙ্গে সাক্ষাতের পর নীতীশ বলেন, বিজেপি এবং জেডিইউ সেই ১৯৯৫ সাল থেকে একসঙ্গে রয়েছে। হতে পারে, তিনি একাধিকবার সরে গিয়েছেন। তবে ফিরেও এসেছেন। কিন্তু আর NDA ছাড়বেন না। নীতীশের কথায়, 'আমরা এখানেই থাকব। এখানে-সেখানে আর যাওয়া আসা করব না।' আসন ভাগাভাগির প্রশ্নে নীতীশ বলেন, 'এটা নিয়ে আলোচনার কোনও যুক্তি নেই।'

    গত জানুয়ারি মাসের ২৮ তারিখ নীতীশ কুমার এনডিএ-তে যোগ দেন। লালু প্রসাদ যাদবের আরজেডি-র সঙ্গত্য়াগের পাশাপাশি মুখ্যমন্ত্রীর পদ থেকেও ইস্তফা দেন তিনি। পদত্যাগ করার পরবলেছিলেন, 'JDU এত পরিশ্রম করছিল। কিন্তু, অন্যরা (আরজেডি) সমস্ত কৃতিত্ব নিচ্ছিল। তাই নতুন জোটে যাচ্ছেন।' 

    এদিকে পদত্যাগের কয়েক ঘণ্টা পর বিজেপির সমর্থনে ফের মুখ্যমন্ত্রী হন নীতীশ। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর নীতীশ বলেন, 'আমি আগেও NDA-র সঙ্গে ছিলাম। আমরা নানা সময় জোট ছেড়েছি। পথ বদলেছি। কিন্তু এখন আমরা একসঙ্গে আছি। ভবিষ্যতেও থাকব। আমি আগে ছিলাম, সেখানে ফিরে এসেছি। এখন আর কোথাও যাওয়ার প্রশ্নই আসে না।'

    প্রসঙ্গত, এর আগে ২০২২ সালের অগাস্টে বিজেপি ছেড়েছিলেন নীতীশ। দুই বছরেরও কম সময়ের মধ্যে তিনি এনডিএ-তে ফিরে আসেন। নীতীশ ছাড়াও এদিন দিল্লিতে গিয়েছেন বিহারের দুই উপমুখ্যমন্ত্রী। মোদির সঙ্গে দেখা করেছেন দুই বিজেপি বিধায়ক। বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে নবমবারের জন্য শপথ নিয়েছেন নীতীশ কুমার। এবার বিধানসভায় তাঁকে আস্থাভোটে জয়ী হতে হবে। তার আগে দুদিনের দিল্লি সফরে বিহারের মুখ্যমন্ত্রী। বিজেপির শীর্ষনেতৃত্বকে আগে থেকেই ধন্যবাদ দিতে তাই দিল্লিতে হাজির নীতীশ কুমার।
  • Link to this news (আজ তক)