• ফের ভূস্বর্গ ভয়ংকর! সন্ত্রাবাদীদের গুলিতে নিহত এক পরিযায়ী শ্রমিক
    ২৪ ঘন্টা | ০৮ ফেব্রুয়ারি ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জম্মু ও কাশ্মীরের রাজধানী শ্রীনগরে আজ সন্ত্রাসবাদীদের গুলিতে এক অভিবাসী শ্রমিক নিহত হয়েছেন এবং অন্য একজন আহত হয়েছেন। নিহত অমৃতপাল সিং পঞ্জাবের অমৃতসরের বাসিন্দা। অন্য আহতদের সম্পর্কে এখনও জানা যায়নি। সূত্র মারফৎ জানা গিয়েছে, অমৃতপাল সিং একজন হকার ছিলেন।পুলিস জানিয়েছে যে ঘটনাটি শ্রীনগরের শহীদ গঞ্জে ঘটেছে এবং এলাকাটি পুলিস ঘিরে রেখেছে এবং হামলাকারীদের খুঁজে বের করার জন্য তল্লাশি চলছে। অন্য আহতদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

     এর আগে, অক্টোবরে, জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় উত্তরপ্রদেশের এক অভিবাসী শ্রমিককে সন্ত্রাসবাদীরা গুলি করে হত্যা করেছিল। মাত্র ২৪ ঘন্টার মধ্যে এই অঞ্চলে এটি দ্বিতীয় সন্ত্রাসবাদী হামলা। ঈদগাহ এলাকায় ক্রিকেট খেলতে গিয়ে তিনবার গুলিবিদ্ধ হন ইন্সপেক্টর মসরুর আহমেদ ওয়ানি।অতীতে, কেন্দ্রশাসিত অঞ্চলে অভিবাসী শ্রমিকদের উপর একাধিক হামলার ঘটনা ঘটেছে। জম্মু ও কাশ্মীর এই ধরনের হামলায় বিপর্যস্ত হয়েছে এবং অক্টোবর ২০১৯ থেকে, শ্রমিকরা প্রায়ই এই অঞ্চলে সন্ত্রাসবাদীদের আক্রমণের শিকার হয়েছে।জম্মু ও কাশ্মীরের পুঞ্চে সন্ত্রাসীরা সেনার গাড়ির উপর গুলি চালালে সৈন্যদের পাল্টা গুলি চালাতে বাধ্য করার এক মাস পর আজ শ্রীনগরে হামলা হল।ইঙ্গিত দেওয়া হয়েছে যে সন্ত্রাসবাদীরা প্রাথমিক গুলি বিনিময়ের পরে পালিয়ে যেতে পারে। কৃষ্ণ ঘাটি এলাকায় কাছাকাছি একটি পাহাড় থেকে গুলি চালানো হয়েছিল। 
  • Link to this news (২৪ ঘন্টা)