লোকসভা ভোটের আগে 'সক্রিয়' অভিষেক, ফেব্রুয়ারিতেই সাংগঠনিক বৈঠক
২৪ ঘন্টা | ০৮ ফেব্রুয়ারি ২০২৪
শ্রেয়সী গঙ্গোপাধ্য়ায়: লোকসভা ভোটের আগে 'সক্রিয়' অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। দলের সমস্ত সাংসদ, বিধায়ক ও ব্লক সভাপতিদের সঙ্গে এবার ভার্চুয়ালি বৈঠক করবেন তিনি। কবে? ১৬ ফেব্রুয়ারি।
ঘটনাটি ঠিক কী? তৃণমূলের নবীন-প্রবীণ 'দ্বন্দ্ব'। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেককে সম্পর্ক নিয়ে জল্পনা চলছিল দলের অন্দরেই! ঘনিষ্ঠমহলে অভিষেক জানিয়ে দিয়েছিলেন, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বাইরের বেরোবেন তিনি। এরপর বছর ঘুরে যায়।১ জানুয়ারি দলের প্রতিষ্ঠাদিবসে তৃণমূল রাজ্য় সভাপতি সুব্রত বক্সি বলেন, 'অভিষেক বন্দ্যোপাধ্যায়, ভারতের রাজনীতিতে আমাদের সাধারণ সম্পাদক। স্বাভাবিকভাবেই এই নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করেন, নিশ্চিতভাবে আমার ধরনা, তিনি লড়াইয়ের ময়দান থেকে পিছিয়ে যাবেন না'। এই মন্তব্যে রীতিমতো শোরগোল পড়ে রাজনৈতিক মহলে।এর আগে, কালীঘাটে তৃণমূলের জেলাওয়াড়ি বৈঠকে প্রথমে কিছু বলতে চাননি অভিষেক। শেষে মমতার অনুরোধে জানান, , 'দল যা দায়িত্ব দেবে পালন করব'। সূত্রের খবর তেমনই।