শীতের মেজাজ এখনও ভালোমতো রয়েছে। ভোর ও সন্ধের পর থেকে ঠান্ডার আমেজ শহর থেকে জেলায়। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এমনই পরিস্থিতি থাকবে আরও দিন কয়েক। তবে এরই মধ্যে শীতপ্রেমীদের জন্য বড়সড় আশার খবরও শুনিয়েছে হাওয়া অফিস। আগামী কয়েকদিনে নতুন করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।