Offbeat Destination: মায়াবী এপ্রান্তের হৃদয় জুড়নো পরিবেশে প্রাণের স্বস্তি! অপরূপ এই নদীপাড় কলকাতার কাছেই
ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৮ ফেব্রুয়ারি ২০২৪
Travel:
বেড়াতে যেতে মন চায় না এমন বাঙালির হদিশ পাওয়া দুরুহ ব্যাপার। ফি উইকেন্ডে (Weekend) ছোট ট্রিপ করার ব্যাপারে অনেকেই আগ্রহ দেখান। ভ্রমণপ্রিয় বাঙালির সেই অংশের জন্যই আমাদের এই বিশেষ প্রতিবেদন। কলকাতা (Kolkata) থেকে খুব কাছে নজরকাড়া একটি অফবিট ডেস্টিনেশনের (Offbeat Dstination) হদিশ মিলবে এই প্রতিবেদনে। একবার যেখানে গেলে প্রকৃতির প্রেমে পড়ে যাবেনই। মন চাইবেই না ফিরতে।