Gyanvapi Case: জরুরি বৈঠক, দ্রুততার সঙ্গে প্রস্তুতি, আদালতের নির্দেশের পর কীভাবে পূজা-পাঠ জ্ঞানবাপীতে?
ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৮ ফেব্রুয়ারি ২০২৪
আদালতের নির্দেশের পর ৩১ বছর পর খুলে গিয়েছে জ্ঞানব্যাপী মসজিদের নীচের তল। সরানো হয়েছে ব্যারিকেডও । পুলিশ ও জেলা প্রশাসনের উপস্থিতিতে, কড়া নিরাপত্তায় পুজো-পাঠ পর্ব অনুষ্ঠিত হয় মসজিদের বেসমেন্টে। বারাণসী আদালতের তরফে জ্ঞানব্যাপী মসজিদের বেসমেন্ট বা নীচের তলে ‘ব্যাস কা তেহখানা’য় হিন্দু পক্ষকে পুজো করার অনুমতি দেওয়া হয়। নির্দেশ পাওয়ার পর কাশী বিশ্বনাথ মন্দির ট্রাস্টের সদস্য গনেশ্বর শাস্ত্রী দ্রাবিড় পুজোপাঠ করে। মঙ্গলারতিও করা হয়। পুজোর সময় উপস্থিত ছিলেন মন্দির কর্তৃপক্ষের প্রাক্তন ও বর্তমান কর্তারা। গোটা প্রক্রিয়াটাই করা হয় অত্যন্ত দ্রুততার সঙ্গেই।