RBI MPC Meeting: কমছে না হোম লোনের EMI, রেপো রেট নিয়ে বড় ঘোষণা RBI-এর
ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৮ ফেব্রুয়ারি ২০২৪
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আবারও রেপো রেট স্থিতিশীল রাখার সিদ্ধান্ত নিয়েছে। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাসের নেতৃত্বে মুদ্রানীতি কমিটির বৈঠক শুরু হয় ৬ ফেব্রুয়ারি। আজ অর্থাৎ ৮ ফেব্রুয়ারি, আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস আর্থিক পর্যালোচনা সভার ফলাফল ঘোষণা করেছেন। কেন্দ্রীয় ব্যাংক আবারও রেপো রেট অপরিবর্তিত রেখেছে এবং এতে কোনো পরিবর্তন করেনি। টানা ষষ্ঠবারের মতো রেপো রেট ৬ দশমিক ৫ শতাংশে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরবিআই-এর সিদ্ধান্তের পর ফের সুদের হার রয়ে গেল ৬.৫ শতাংশ। সাধারণ মানুষ আশা করেছিল, এবার রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট কমিয়ে সস্তা ঋণের উপহার দেবে, কিন্তু তা হয়নি। সস্তা ঋণের আরও অপেক্ষা করতে হবে সাধারণ মানুষকে।