Team India: ভারতের সেরা ব্যাটার-বোলারই নেই রাজকোট টেস্টে! ব্যাপক আনন্দে লাফিয়ে উঠল ইংল্যান্ড
ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৮ ফেব্রুয়ারি ২০২৪
India vs England test series:
জাতীয় দলে কোহলিত প্রত্যাবর্তন বিলম্বিত হতে পারে। রাজকোটে তৃতীয় টেস্টেও থাকছেন না তিনি। ১৫ ফেব্রুয়ারি থেকে তৃতীয় টেস্ট শুরু হচ্ছে রাজকোটে। তবে কোহলি নিজের সম্ভাব্যতা জানাননি টিম ম্যানেজমেন্টকে। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ এই মুহূর্তে ১-১ অবস্থায় রয়েছে। জানা যাচ্ছে, বৃহস্পতিবার নির্বাচক কমিটি আলোচনা করে বাকি তিন টেস্টের জন্য কোহলি-বিহীন চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে। কোহলিকে যখনই পাওয়া যাবে, তখনই স্কোয়াডে অন্তর্ভুক্ত করে নেওয়া হবে।