• ‌উত্তর দিনাজপুরে দুর্ঘটনা, লরি উল্টে মৃত চার
    আজকাল | ০৮ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ উত্তর দিনাজপুরে ভুট্টা বোঝাই লরি উল্টে মৃত অন্তত চার জন। আহত অন্তত ২২ জন। মৃতদের মধ্যে এক জন সিভিক ভলান্টিয়ার। জানা গেছে বুধবার রাত আটটা নাগাদ ডালখোলার দিক থেকে রায়গঞ্জগামী একটি দ্রুতগামী ভুট্টা বোঝাই লরি টুঙিদিঘিতে ১২ নং জাতীয় সড়কের ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। তখন সেখানে একাধিক স্থানীয় বাসিন্দা ছিলেন। আচমকা লরিটি উল্টে যাওয়ায় স্থানীয়রাও পালাতে পারেননি। প্রত্যক্ষদর্শীরা জানান লরিটি দু’টি ছোট গাড়ি ও একটি টোটো ও দু’টি মোটর বাইককে পিষে দেয়। এদিকে দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধারকাজে হাত লাগান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় করণদিঘি থানার পুলিশ। ঘটনাস্থল থেকে মহম্মদ মহবুল হক (‌২৭)‌ নামে এক সিভিক ভলান্টিয়ার সহ চার জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়। তাঁদের করণদিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। গুরুতর জখম বেশ কয়েকজন রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ও করণদিঘি চিকিৎসাধীন। স্থানীয়রা ছাড়াও উদ্ধারকাজে হাত লাগায় পুলিশ ও দমকল। 
  • Link to this news (আজকাল)