• বাঘের খাবারের সংস্থান, বেথুয়াডহরীর হরিণ বক্সার জঙ্গলে
    আজকাল | ০৮ ফেব্রুয়ারি ২০২৪
  • অতীশ সেন, ডুয়ার্স: আলিপুরদুয়ারের বক্সার জঙ্গলের বাঘেদের জন্য খাবার এল নদীয়ার বেথুয়াডহরী থেকে। আনা হল চিতল হরিণ। জানা যায়, ২০২১ সালের ১১ই ডিসেম্বর বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি ধরা পড়ে, এর পর বছরের শেষ দিন আবারও দেখা মেলে বাঘের। জানুয়ারি মাসে আরোও ৭ বার বক্সার কোর এরিয়ায় বাঘেদের ছবি বনদপ্তরের ক্যামেরায় ধরা পড়েছে বলে জানা গিয়েছে। জঙ্গলে বাঘেদের উপস্থিতি টের পেয়ে তারা যাতে খাদ্যসঙ্কটে না পরে- সেই জন্য বনদপ্তর জঙ্গলে ৫২টি হরিণ নিয়ে এসেছে। সুদূর নদীয়ার বেথুয়াডহরী বন্যপ্রাণী অভয়ারণ্য থেকে বুধবার দুটি গাড়িতে করে বাঘের জন্য স্পটেড ডিয়ার প্রজাতির এই হরিণগুলিকে নিয়ে এসে বক্সার কোর এলাকায় ছাড়া হয়েছে বলে জানা গিয়েছে। বাঘের খাবারের সংস্থান করতেই বন দপ্তরের এই উদ্যোগ।
  • Link to this news (আজকাল)