• কখনও শীত তো কখনও গরম, দিনকয়েক আবহাওয়ার খামখেয়ালিপনা; ফের কমবে তাপমাত্রা
    আজ তক | ০৮ ফেব্রুয়ারি ২০২৪
  • West Bengal Weather Update: কখনও শীত, কখনও গরম। আবহাওয়ার এমনই খামখেয়ালিপনা দেখতে চলেছে রাজ্যবাসী। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানা গেছে, আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এমনই আবহাওয়া থাকবে। তাপমাত্রার ওঠা নামা চলবে। সকাল ও সন্ধের পর শীতের আমেজ থাকলেও বেলায় শীত কার্যত উধাও হবে। এবার কথা হল, সরস্বতী পুজোর আগে কি বৃষ্টির পূর্বাভাস আছে? ফের কবে বৃষ্টি হতে পারে?

    আলিপুর আবহাওয়া অফিসের মতে, আগামী দু'দিনে ৪ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। উত্তর পশ্চিমের শীতল হাওয়া বইতে শুরু করেছে আবার। এর ফলে তাপমাত্রা নামবে। শনিবার কলকাতায় ১৬ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে পারদ। অর্থাৎ আগামী কয়েক দিন ঠান্ডা ফিরতে চলেছে। 

    আপাতত দক্ষিণবঙ্গের কোনও রাজ্যো কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। সরস্বতী পুজো থেকে আবহাওয়া খানিকটা পরিবর্তন হতে পারে। তার আগে সমস্ত জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। আগামী পাঁচদিনে দুম করে নামবে তাপমাত্রা। আবার বেলায় খানিকটা গরম অনুভব হতে পারে।

    উত্তরবঙ্গের আবহাওয়া
    আজ অর্থাৎ বৃহস্পতিবার উত্তরবঙ্গে  দার্জিলিঙে হালকা বৃষ্টি হতে পারে। কুয়াশার চাদরে ঢাকবে আগামী পাঁচদিন। বাকি কোনও জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই। ৪-৫ দিন শুষ্ক আবহাওয়া। সকালের দিকে কুয়াশার সম্ভাবনা থাকবে মালদা ও দুই দিনাজপুরে।

    কলকাতার আবহাওয়া
    কলকাতাতেও সকালে হালকা কুয়াশা। পরে পরিষ্কার আকাশ। আপাতত কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই।

    আংশিক মেঘলা আকাশ
    শনিবার পর্যন্ত তাপমাত্রা কমতে থাকবে। রবিবার থেকে ফের আবহাওয়া পরিবর্তন হবে। আংশিক মেঘলা আকাশ কোথাও মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে।
  • Link to this news (আজ তক)