• Saradha Case: সারদার আরও একটি মামলায় বিরাট স্বস্তি কুণালের! ‘মুক্ত’ সুদীপ্ত সেনও
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৮ ফেব্রুয়ারি ২০২৪
  • Saradha Case: সারদার (Saradha) আরও একটি মামলায় কুণাল ঘোষ (Kunal Ghosh) নির্দোষ বলে প্রমাণিত হলেন। সাংসদ-বিধায়কদের বিশেষ আদালত সারদার একটি মামলায় তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদককে নির্দোষ বলে রায়ে জানিয়েছে। অন্যদিকে, প্রতারণার মামলায় অভিযুক্ত হিসেবে নাম ছিল সারদাকর্তা সুদীপ্ত সেনেরও (Sudipta Sen)। তিনিও দোষ স্বীকার করে নেন, আদালত তাঁকেও এই মামলা থেকে ‘মুক্ত’ করেছে।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)