• West Bengal Budget 2024 Updates: লোকসভার আগে জনমোহিনী মমতা, লক্ষ্মীরভাণ্ডার থেকে একাধিক বৃদ্ধির ঘোষণা, নয়া প্রকল্পে কেন্দ্রকে চ্যালেঞ্জ
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৮ ফেব্রুয়ারি ২০২৪
  • WB Budget Live Updates:

    দুয়ারে লোকসভা ভোট। তার আগে বঙ্গবাসীর মন জয়ে রাজ্য বাজেটকেই হাতিয়ার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভাণ্ডারের মত জনপ্রিয় প্রকল্পে অর্থের পরিমাণ একধাক্কায় বাড়ানো হল। সঙ্গে সরকারি কর্মীদের জন্য ডিএ বৃদ্ধির ঘোষণা হয় এই বাজেটে। কেন্দ্রের ১০০ কাজের মত রাজ্যও এবার বছরে ৫০ দিনের কাজ নিশ্চিৎ করছে। মে মাস থেকে চালু হচ্ছে ‘কর্মশ্রী’ প্রকল্প।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)