Sandeshkhali: শাহাজাহানের গ্রেফতারি চেয়ে আগুনে প্রতিবাদ! ঝাঁটা-লাঠি হাতে পথে হাজার-হাজার মহিলা
ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৮ ফেব্রুয়ারি ২০২৪
Sandeshkhali:
উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে (Sandeshkhali) এযেন উলোটপুরাণ। গতকালের পর আজও বেনজির বিক্ষোভ সন্দেশখালিতে। শেখ শাহজাহান ও তার অনুগামী তৃণমূলের অঞ্চল সভাপতি উত্তম সরদার ও আর এক তৃণমূল নেতা শিবু হাজরার গ্রেফতারির দাবিতে সোচ্চার এলাকার হাজার-হাজার মানুষ। ঝাঁটা, লাঠি, বাঁশ হাতে পথে বেরিয়ে মিছিল মহিলাদের। যদিও পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে।