MS Dhoni: হাফপ্যান্টের বন্ধু এখনও রয়েছেন বুকে! প্রিয় ছোটুভাইয়ের মন ভাল হল ধোনির ছোট্ট এই কাজে
ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৮ ফেব্রুয়ারি ২০২৪
IPL 2024:
প্ৰথমে দুর্গাপুজো। তারপর দুগ্গা দুগ্গা করে অনুশীলনে নেমে পড়া- আইপিএলের জন্য পুরোদস্তুর প্রস্তুতি শুরু করে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। আর ধোনির সৌজন্যেই হঠাৎ করেই আলোচনায় আইপিএল। ক্রোড়পতি ক্রিকেট টুর্নামেন্ট এখনও বাকি বেশ কয়েক সপ্তাহ। রোহিত-হার্দিক ইস্যু বাদ দিয়ে আইপিএল কোনওভাবেই এখন আলোচনার শীর্ষে পৌঁছয়নি। তবে ধোনির সৌজন্যে আইপিএল হঠাৎ-ই ট্রেন্ডিং। আর এর নেপথ্যে মাহির ছোট্ট এক স্টান্ট। কী করলেন?