বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) ফের পরীক্ষার মুখোমুখি হয়েছে পাকিস্তানের গণতন্ত্র। ৭৭ বছর আগে স্বাধীনতা পেলেও বিরূপ প্রতিবেশী দেশটির এটা ১২তম সংসদীয় নির্বাচন। ৪৪টি রাজনৈতিক দল ২৬৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। এমনিতে পাকিস্তানের রাজনৈতিক ইতিহাস অশান্তিতে ভরপুর। তিনটি সামরিক অভ্যুত্থান হয়েছে। ৩০ জন প্রধানমন্ত্রীর মধ্যে কেউই পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে পারেননি।