Hand made musical instrument Viral: টিনের কৌটো দিয়ে তৈরি একতারা, সুরের নেশায় বুঁদ নেটপাড়া, শিল্পীকে কুর্নিশ
ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৮ ফেব্রুয়ারি ২০২৪
এটাই আসল প্রতিভা! বিভিন্ন সরঞ্জাম থেকে হাতে বানানো একতারায় বেজে উঠল ‘মেরে রাশকে কামার’-এর সুর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটি দেখার ব্যক্তির ট্যালেন্টকে স্যালুট জানাচ্ছেন নেটপাড়া। ভিডিওতে দেখা যায়, ব্যক্তি টিনের কৌটো গাছের ডাল দিয়ে তৈরি করেছেন একতারা। তাতে ফুটিয়ে তুলেছেন এক অনবদ্য সুর।