RBI: Paytm-এর বিরুদ্ধে কেন ব্যবস্থা? জানালেন RBI গভর্নর, FAQ জারি করে দূর করা হবে সকল দ্বিধা
ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৮ ফেব্রুয়ারি ২০২৪
Paytm সংকট:
৩১ জানুয়ারি,২০২৪-এ, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক Paytm পেমেন্ট ব্যাঙ্ককে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। আজ রিজার্ভ ব্যাঙ্ক পেটিএম নিয়ে একটি বড় বিবৃতি দিয়েছে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (আরবিআই) বৈঠক সংক্রান্ত সংবাদ সম্মেলনের সময়, গভর্নর শক্তিকান্ত দাস, Paytm-এর নাম না নিয়ে, কেন্দ্রীয় ব্যাঙ্কের মতামত তুলে ধরেন।