• Narendra Modi Speech: দেশের অগ্রগতিতে নজর না লাগে তাই ‘কালো টিকা’, কংগ্রেসের কৃষ্ণপত্রকে খোঁচা প্রধানমন্ত্রীর
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৮ ফেব্রুয়ারি ২০২৪
  • কিছু মানুষ ভারতের উপর ‘কালো টিকা’ লাগানোর চেষ্টা করেন। আসলে দেশের উপর যাতে কারোর নজর না লাগে তার জন্য এই টিকা তারা লাগান। কংগ্রেসের কৃষ্ণপত্রকে এভাবেই খোঁচা দিলেন প্রধানমন্ত্রী মোদী। রাজ্য সভায় আজ বিদায়ী ভাষণে মোদী বলেন, ‘গোটা বিশ্বকে যখন ভারত পথ দেখাচ্ছে তখন এখানে কিছু মানুষ কেবলই হতাশার কথা বলছেন। ভারতকে টেনে নিচে নামানোর চেষ্টা করছেন। আমরা সকলেই জানি কুদৃষ্টি এড়াতে ‘কালো টিকা’ দেওয়ার একটি প্রবনতা রয়েছে। আর ওই মানুষরা সেই কাজ করার দায়িত্ব নিজেরাই কাঁধে তুলে নিচ্ছেন’।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)