গতকালই রাজ্য সভায় দাঁড়িয়ে কংগ্রেসকে কড়া নিশানা করেন মোদী। সংরক্ষণ সহ একাধিক ইস্যুতে দেশের গ্রাণ্ড ওল্ড পার্টির বিরুদ্ধে সবর হন প্রধানমন্ত্রী। এবার লোকসভা ভোটের আগেই মোদী সরকারের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ আনলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এদিন ভারত জোড়ো ন্যায় যাত্রা চলাকালীন রাহুল গান্ধী বলেন, ‘প্রধানমন্ত্রী মোদী তাঁর জাত নিয়ে মিথ্যা বলেছেন, তিনি সাধারণ শ্রেণির, ওবিসি নয়’। মোদীর বিরুদ্ধে রাহুলের গুরুতর অভিযোগকে কেন্দ্র করে রীতিমত তোলপাড় পড়ে গিয়েছে।