Congress On Modi: ভোটের আগেই মোদী সরকারের কুকীর্তি ফাঁস, প্যাঁচে বিজেপি, শ্বেতপত্রের জবাবে কৃষ্ণপত্র প্রকাশ কংগ্রেসের
ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৮ ফেব্রুয়ারি ২০২৪
গতকালই রাজ্য সভায় দাঁড়িয়ে কংগ্রেসকে কড়া নিশানা করেন মোদী। সংরক্ষণ সহ একাধিক ইস্যুতে দেশের গ্রাণ্ড ওল্ড পার্টির বিরুদ্ধে সবর হন প্রধানমন্ত্রী। এবার লোকসভা ভোটের আগেই মোদী সরকারের বিরুদ্ধে লাগাতার প্রচারে ‘কৃষ্ণপত্র’ প্রকাশ করল কংগ্রেস। একই সঙ্গে বিজেপির বিরুদ্ধে দেশের গণতন্ত্র ধ্বংসের অভিযোগ সামনে আনেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে।