Modi-Congress: লক্ষ্য, ক্ষমতায় থাকার হ্যাটট্রিক! ফের মোদীর নিশানায় কংগ্রেস
ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৮ ফেব্রুয়ারি ২০২৪
Prime Minister Narendra Modi:
স্বপ্ন ৩-০ করা। টানা তৃতীয়বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস তৈরি। এই লক্ষ্যে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি দেশকে উন্নয়নের পথে নিয়ে যাবেন। একইসঙ্গে তিনি কংগ্রেসের বিরুদ্ধেও আক্রমণ শানিয়েছেন। অভিযোগ করেছেন, কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন তার প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে। বঞ্চিতদের উন্নয়নের পথে নিয়ে যেতে পারেনি। আর, এর পিছনে কংগ্রেসের সেকেলে এবং ঔপনিবেশিক মনোভাবকেই দায়ী করেছেন প্রধানমন্ত্রী।