• গাড়ি বাজেয়াপ্ত করেছিল ইডি, জানা গেল তা নয়ই হেমন্তের
    আজকাল | ০৮ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: হেমন্ত সোরেনকে জমি দুর্নীতি মামলায় গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। গ্রেপ্তারির আগে সোরেনকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করেছিলেন তদন্তকারী আধিকারিকরা। তবে তার আগে তাঁর বাড়ি থেকে বেশ কিছু নথি এবং একটি বিএমডব্লিউ গাড়ি বাজেয়াপ্ত করেছিল ইডি। সোমবার রাতেই তা বাজেয়াপ্ত করা হয়েছিল। তবে বৃহস্পতিবার জানা গেল, ২৯ জানুয়ারি যে গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েচজিল, তা আদতে নয় হেমন্তের। উল্টে জানা গিয়েছে, ওই গাড়িটি রাজ্যসভার কংগ্রেসের এক সাংসদের। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, গত বছর তাঁর বাড়ি থেকে বিপুল নগদ উদ্ধারের জন্য এই সাংসদ খবরের শিরোনামে এসেছিলেন। তাঁর নাম ধীরজ প্রসাদ সাহু। ডিসেম্বরে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল অর্থ উদ্ধার করেছিল ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। যদিও তিনি দাবি করেছিলেন, ওই বিপুল অর্থের সঙ্গে কোনও যোগ নেই কংগ্রেসের। সমগ্র টাকা উদ্ধারে ১০ দিন সময় লেগেছিল।
  • Link to this news (আজকাল)